সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা হবে।
প্রতিমন্ত্রী আজ মানিকগঞ্জ জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সি আর পি, মানিকগঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। ভাতা প্রদানের পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। সিআরপি, মানিকগঞ্জ প্রতিবন্ধীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করবে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ডা. ভেলোরি টেইলর, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম এম তারিকুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক, মানিকগঞ্জ মোঃ সারোয়ার হোসেনও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ১০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি নির্মাণ করা হয়।