14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীরা আগের চাইতে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে

SDutta
December 18, 2024 8:36 pm
Link Copied!

সুমন দত্ত: আন্তবর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। যা আগের চাইতে ২৬ শতাংশ বেশি। বুধবার আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে এসব কথা বলেন প্রবাসী কল্যান, আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে ৫ প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি, ১০ ব্যাংক কে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও ১০ প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়।

এ বছর সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন খন্দকার কে তৃতীয়বারের মতো সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি এই সম্মাননা পেয়েছিলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসীরা অনেক করে রোজগার করেন। তারা দেশে টাকা পাঠান। তাদের পাঠানো টাকা লুটপাট করে নিয়ে নেয় স্বৈরাচার। উদাহরণ হিসেবে তিনি ইসলামী ব্যাংকের কথা সবার মাঝে তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীরা পছন্দ করত ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে। অথচ বিগত সরকার এই ব্যাংক কে লুটপাট করে মেষ করে দিয়েছে। ইসলামী ব্যাংকের মতো আরো কয়েকটা ব্যাংক লুটপাটের শিকার হয়েছে।

তিনি আরো বলেন, পাসপোর্ট প্রাপ্তি নিয়ে প্রবাসীদের অনেক অভিযোগ আছে। পাসপোর্ট তার মন্ত্রণালয়ের অধীনে না। এজন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি দেখার অনুরোধ করেন। তিনি বলেন, এ বছর সৌদি প্রবাসীদের এমআরপি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর ধাপে ধাপে অন্য দেশে দেওয়া হবে।

প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/