বিশেষ প্রতিবেদকঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমার মনে হয়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা আদালতে যেভাবে বলে দিয়েছেন, প্রধান বিচারপতির বিষয়ে আর বিতর্ক করার সুযোগ নেই।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল বললেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া ও কানাডায় গেছেন। আমার জানামতে, তাঁর এক মেয়ে অস্ট্রেলিয়া ও এক মেয়ে কানাডায় থাকেন। এখন উনি যাবেন কি না—এটা তো উনার বিষয়।
‘কয়েকজন আইনজীবী আজ আপিল বিভাগে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, তিনি (প্রধান বিচারপতি) নিজ বাসভবনে আছেন। তখন আইনজীবীরা দাবি করেছেন, এ বিষয়ে একটি আদেশ যেন দেওয়া হয়। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মাননীয় বিচারপতি বলেছেন, উনারা (আইনজীবীরা) এ বিষয়ে আদালতে না এসে খাস কামরায়ও জানাতে পারতেন।’
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘অ্যাটর্নি অফিসের লোকজন মামলা-মোকদ্দমার বাইরে কিছুই বলেন না, বরং বার অ্যাসোসিয়েশনকে দলীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা অহেতুক কিছু সমস্যার প্রশ্ন উপস্থাপন করছে, যার মাধ্যমে জনগণ বিভ্রান্ত হচ্ছে।’