13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে কি চাইলেন আবু সাঈদের দুই ভাই

ডেস্ক
November 6, 2024 5:16 pm
Link Copied!

অন্তর্বীতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈমষ্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই। এ সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে তারা বেশ কিছু চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেছেন। আশ্বাস মিলেছে প্রধান উপদেষ্টার কাছ থেকেও।

বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) গার্ড স্যালুট দিলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে মঞ্চ ভাগাভাগি করেন সাঈদের দুই ভাই।

পরে শহীদ আবু সাঈদের ভাইয়েরা বলেন, “প্রধান উপদেষ্টার জন্য বাবা-মায়ের কাছ থেকে ‘সালাম’ এবং শুভ কামনার বার্তা নিয়ে এসেছিলাম।”

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূস তার ঐতিহাসিক ভাষণে আবু সাঈদ ও অন্য শহীদদের আত্মত্যাগের কথা যখন বলছিলেন তখন আবু সাঈদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বলে জানান তার ভাইয়েরা।

ড. ইউনূসকে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা আপনি তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পরই রংপুরে আমাদের গ্রামে আমাদের সঙ্গে দেখা করেছেন এতে আমরা সম্মানিত বোধ করেছি।’

প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) প্রধান উপদেষ্টাকে গার্ড স্যালুট দেয়ার সময় আবু সাঈদের দুই ভাইও মঞ্চে উপস্থিত ছিলেন।

আরেক ভাই আবু হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা মঞ্চে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদেরকে গার্ড স্যালুট দিয়ে সম্মান জানান, তখন আমাদের কেমন লেগেছিল, তা আমি বলতে পারব না।’

বৈঠকে আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করে ভাইয়েরা বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

এ ফাউন্ডেশন দরিদ্র এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শিকারদের জন্য কাজ করবে বলেও জানান আবু হোসেন।

এ সময় অধ্যাপক ইউনূস আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি সবসময় তোমাদের সঙ্গে থাকব। তোমার বাবা-মাকে আমার সালাম জানাবে।’

http://www.anandalokfoundation.com/