আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল -১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সাংসদদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের মোল্লা বাড়ীতে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন অল ইউরোপিয়ান আওয়ামীলীগ গ্রীস শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইউরোপ ব্রাদাস কোম্পানী লিমিটেড এর চেয়াম্যান, ফিউচার গ্রীন প্রপাইটিস লিমিটিড কোম্পানীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মোল্লা বাদশা।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদ গাজী, গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফয়েজ শিকদার, আওয়ামীলীগ নেতা শামসুল হক তালুকদার, শিক্ষক কবি অবিচল আব্দুল মান্নান সরদার, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা সহ সদ্য বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা একাধিক নেতা কর্মী।