বিশেষ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত।
আজ ২৮ সেপ্টেম্বর ২০১৮ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে সকাল ১১:০০ টায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তাঁর দীর্ঘায়ু কামনায় এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন ম-ল, সাংবাদিক স্বপন কুমার সাহা, মুকুল বোস, জয়ন্ত সেন দীপু, পংকজ নাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ডি. এন. চ্যাটার্জী, অ্যাড. তাপস কুমার পাল, নারায়ণ সাহা মনি প্রমুখ।
নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।