13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় বসতে না বসতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ক্রসের পদত্যাগ

Link Copied!

পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রস। মাত্র ছ’সপ্তাহ আগে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধামন্ত্রী হলেন ট্রস। শপথ নেওয়ার দিন থেকে ইস্তফা পর্যন্ত মাত্র ৪৫ দিন কাজ করলেন তিনি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে ট্রস বলেন, পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার আগে পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন।

বৃহস্পতিবার লিজ ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করেন তার সহকর্মী ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। নতুন প্রধানমন্ত্রীর সরকার চালানোর ব্যর্থতা নিয়ে পর পর আক্রমণের মুখেই পদত্যাগ করেন সুয়েলা। তার পরেই ইস্তফা দেন লিজও।

তবে এই ছ’সপ্তাহের মধ্যেই তার অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। বৃহস্পতিবারই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। তবে লিজ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার নিজের দল কনজার্ভেটিভ পার্টির অন্দরেই তার পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। অবশেষে আজ বৃহস্পতিবার ইস্তফা দিলেন তিনি।

দিন কয়েক আগেই দেশের আর্থিক ‘ডামাডোলের’ জেরে লিজ তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। লিজের সেই সিদ্ধান্তও সমালোচনার মুখে পড়ে। কনজার্ভেটিভ পার্টিতে লিজের সহকর্মীরাই বলেছিলেন, ‘‘অর্থমন্ত্রীর উপর নিজের ব্যর্থতার দায় চাপালেন লিজ। তাকে বলির পাঁঠা করা হল।’’ এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইস্তফা দিলেন লিজ ট্রস।

প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজের প্রতিদ্বন্দ্বী ছলেন ভারতীয় বংশোদ্ভূত আর এক কনজার্ভেটিভ প্রার্থী ঋষি সুনক। তবে শেষ পর্যায়ের লড়াইয়ে দলীয় সদস্যদের থেকে অধিক সমর্থন পেয়েই অনেকখানি এগিয়ে যান লিজ। পিছিয়ে পড়েন ঋষি। বৃহস্পতিবারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নতুন করে আবার সুযোগ পেতে পারেন ঋষি?

http://www.anandalokfoundation.com/