13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবণী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

নওগাঁর সাপাহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ ১০টি উদ্ভাবণী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভনের্ন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী’র কার্যালয় এর সহযোগিতায় বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন খালিদ মেহেদী হাসান পি এ এ জেলা প্রশাসক নওগাঁ।

কর্মশালার উদ্দেশ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যেগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রনয়ন। এবং কর্মশালার প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগ সমূহের অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের সুপারিশ প্রনয়ন করা হবে।

কর্মশালায় স্থান পায় নারীর ক্ষমতায়ন,আশ্রায়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়ক বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।

এসময় থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান,উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন,প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সুশিলসমাজ,বিশেষ চাহিদাসম্পর্ণ জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,গণমাধ্যামকর্মী উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/