14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে গুরুত্ব পাচ্ছে শরনার্থী ও অভিবাসন ইস্যু

admin
September 15, 2016 5:50 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে যাওয়ায় গুরুত্ব পাচ্ছে শরনার্থী ও অভিবাসন ইস্যু। এবারের অধিবেশনে তিনি ৭০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের নানাদিক তুলে ধরতে গিয়ে বুধবার নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিং এ রাখা বক্তব্যে এসব কথা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

ড. মাসুদ বিন মোমেন জানান, বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপে চলমান দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের সবচেয়ে বড় শরণার্থী সংকট ও অভিবাসন সমস্যা এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে অন্যান্য দেশে লক্ষ লক্ষ আশ্রয় প্রত্যাশীদের সমস্যা সমাধানের বিষয়গুলো এবারের অধিবেশনে অত্যধিক গুরুত্ব পাবে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে মুক্তিযুদ্ধকালে ভারতে অবস্থান নেয়া ১০ মিলিয়ন শরণার্থীর বিষয়টি উল্লেখ করে শরণার্থীদের অধিকার সুরক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কতগুলো সুনির্দিষ্ট অঙ্গীকার উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরণার্থী ও অনিবন্ধিত মিয়ানমার নাগরিক সম্পর্কিত সমস্যাটির একটি স্থায়ী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের বিষয়টিও প্রধানমন্ত্রী তুলে ধরবেন।

উল্লেখ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী লন্ডন ও কানাডা হয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৬ নিউ ইয়র্কে পৌছার কথা রয়েছে। সেখানে তিনি হোটেল ওয়ার্ল্ডোফ অ্যাস্টোরিয়ায় অবস্থান করবেন।২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে বিশ্ব নেতাদের বরণ করতে জাতিসংঘ সদর দফতরে চলে চূড়ান্ত প্রস্ততির কাজ। নিউ ইয়র্কের ম্যানহাটনে ইতোমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

http://www.anandalokfoundation.com/