13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো হজে গেলেন অনন্ত জলিল

Link Copied!

ঢালিউডের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। আগে ওমরাহ পালন করলেও এবার প্রথমবারের মতো হজে গেলেন তিনি।

সোমবার (১০ জুন) এক ভিডিও বার্তায় এ কথা নিশ্চিত করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ নায়ক।

অনন্ত জলিল বলেন, এর আগে সপরিবারে আমি ৯ বার ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, বর্তমানে বিগ বাজেটের দুইটি সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল। এর মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

http://www.anandalokfoundation.com/