13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় শার্শায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আফিল উদ্দিন এমপির

Rai Kishori
April 13, 2020 2:34 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের ন্যায় শার্শায় প্রতিবন্ধীদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে শার্শা নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২০০ প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ৮৫ যশোর-১ শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শার্শা উপজেলা যুবলীগের সদস্য সেলিম রেজা, ইউপি সদস্য জুলফিকার আলী জুলু, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের ন্যায় শার্শার প্রতিবন্ধীদের
 মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে বেনাপোল ও শার্শায় প্রধানমন্ত্রীর আহবানে যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এসময় তিনি সমাজের বিত্তশালীদেরও সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
http://www.anandalokfoundation.com/