13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবছর ১৫জন ছাত্র/ছাত্রীর বৃত্তির আশ্বাস দিলেন ব্যরিস্টার সৌমিত্র সরদার

admin
March 19, 2017 10:45 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ মজিদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছর ১৫জন দরিদ্র ছাত্র/ছাত্রীদের বৃত্তির ব্যবস্থার আশ্বাস দিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যরিস্টার সৌমিত্র সরদার।

আজ রবিবার আনন্দঘন পরিবেশে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন মজিদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও দি নিউজ ডটকমের উপ-সম্পাদক ব্যরিস্টার সৌমিত্র সরদার।

বিশেষ অতিথির ভাষণে ব্যরিস্টার সৌমিত্র সরদার বলেন, আমার দাদার বাড়ীর কাছে এ স্কুল অবস্থিত তাই এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমার জন্য এক অভুতপূর্ব অভিজ্ঞতা। শৈশবের অনেক স্মৃতির উল্লেখেযোগ্য ঘটনা তিনি তুলে ধরেন।

তিনি বলেন, তার বাবা ডাঃ ধীরেন্দ্র নাথ সরদার অসম্ভব জনপ্রিয় একজন মানুষ, বাবার উত্তরসূরি হিসেবে এই অংগনের সাথে আমার যোগাযোগটা যে তাই অবধারিত। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি এই বিদ্যালয়ের পাঠাগারে কিছু বই দান করেছেন এবং তার বাবার সুনাম রক্ষার্থে প্রতিবছর ১৫জন ছাত্র/ছাত্রীর বৃত্তির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোজাম্মেল মৃধা। সভাপতির বক্তব্যে ব্যরিস্টার সৌমিত্রের উপস্থিতি, পাঠাগারে বই দান এবং প্রতিবছর ১৫জন দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির আশ্বাস দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন।

http://www.anandalokfoundation.com/