ঢাকা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, “উপমহাদেশীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ রাজনীতিবিদকে এবং বাংলাদেশ হারালো এক অকৃত্রিম বন্ধুকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্র দেশ ভারতের লোকসভার সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে তাঁর ভূমিকা বাংলাদেশ চিরকাল মনে রাখবে”।
ভূমিমন্ত্রী শ্রী প্রণব মুখার্জির বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।