14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে মেহেরপুরে পুলিশ বাহিনীর নিহতদের স্মরণে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ

admin
March 1, 2017 11:10 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (০১-০৩-১৭): কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ বাহিনীর সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর জেলা পুলিশ ।

বুধবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুলিশ সুপার আনিছুর রহমান সর্ব প্রথম পুষ্পমাল্য অর্পন করেন। এরপর সহকারী পুলিশ সুপারের (সার্কেল) পক্ষে সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, পুলিশের বিশেষ শাখার পক্ষে ডিআইও ওয়ান ইসমাইল হোসেন, কোর্ট পুলিশের পক্ষে কোর্ট ইন্সপেক্টর মোঃ মুসা, পুলিশ লাইনের পক্ষে আর আই মতিয়ার রহমান, র‌্যাবের পক্ষে ডিএডি আব্দুল খালেক, সদর থানা পুলিশের পক্ষে ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানা পুলিশের পক্ষে ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানা পুলিশের পক্ষে ওসি কাজী কামাল হোসেন, সিআইডির পক্ষে সিআইডি পরিদর্শক হাসান ইমাম, ডিবির পক্ষে ডিবির এস আই আবু সাইদ, ট্রাফিক পুলিশের পক্ষে সার্জেন্ট ফিরোজ আহমেদ এবং নিহত পুলিশদের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করা হয় ।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও দোয়া করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, ডিআইও ওয়ান ইসমাইল হোসেন, কোর্ট ইন্সপেক্টর মোঃ মুসা, আর আই মতিয়ার রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সিআইডি পরিদর্শক হাসান ইমাম, ট্রাফিক পুলিশের পক্ষে সার্জেন্ট ফিরোজ আহমেদ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/