13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

admin
October 12, 2016 12:13 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধিঃ  মিরপুর উপজেলার নিমতলী কলেজের সামনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে  এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০)। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, গত রাত ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলী কলেজের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে গুলি ছোড়ে ডাকাতরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তারুল ওরফে ব্রিটিশ নিহত হন। অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি রাইফেলের গুলি ও হাঁসুয়াসহ ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ওসি আরো জানান, নিহত আক্তারুল ওরফে ব্রিটিশ মিরপুরের বরবরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে মানুষের কাছে চাঁদা দাবিসহ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

http://www.anandalokfoundation.com/