দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু- উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠের এ কালজয়ি গানের কথাতেই অনুপ্রাণিত হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় ইতিমধ্যে বেশ সুনাম কুঁড়িয়েছেন বগুড়া জেলা পুলিশ।
করোনার চলমান ও লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুস্থ ও স্বাভাবিক এবং স্বাস্থ্য বিধি পালনে উৎসাহিত করতে লিফলেট বিতরণ, শহর পরিস্কার ও জীবাণুমুক্ত করণে বিশুদ্ধকরণ স্প্রে, হ্যান্ড সেনিটাইজিং, ত্রাণ, ডোর টু ডোর সুপার শপ ইত্যাদি সামাজিক কর্মকা- অব্যাহত রাখে।
এসব কর্মকান্ডে পুলিশ সদস্য নিজেদের নিয়োজিত হওয়ায় সাধারণ মানুষের মতো অনেক পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত হয়। তাদেরকেও বেছে নিতে হয় হোম কোয়ারেন্টাইন ও আইশোলেশন। তবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের শরীরে এবার এন্টিবডি(প্লাজমা) তৈরী হওয়ায় করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থদের সুস্থের আগমনি বার্তা নিজেদের প্রস্তুত করেছে।
এ উপলক্ষে বগুড়ায় এন্টিবডি(প্লাজমা)পরীক্ষায় উত্তীর্ণদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্লাজমা ব্যাংকে তাদের শরীরের প্লাজমা দানে প্রস্তত সদস্যদের যাত্রাকালের শুভ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট রবিবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইনে প্লাজমাদানকারী পুলিশ সদস্যের যাত্রাকালের শুভ উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিবার।
জানা যায়, গত পাঁচ মাসে করোনা ভাইরাসের সংক্রমনে বগুড়া জেলা পুলিশের ১৪৯ জন সদস্য সংক্রমিত হয়। হোম কোয়ারিন্টাইন ও আইশোলেশনে চিকিৎসা নেয়ার পর এদের ১৪২জন সুস্থ হয়ে সরকারি কর্মে নিয়োজিত হয়। গত সপ্তাহে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের টিম এসে সংক্রমিত ১৪২ জনের মধ্যে ১১৭জন পুলিশ সদস্যের শরীরে পরীক্ষা সম্পন্ন করে। এতে ৫৯জন পুলিশ সদস্যের শরীরে এন্ডিবডি(প্লাজমা) তৈরী হয় এবং গুরুতর অসুস্থ করোনা রোগীর জন্য প্লাজমা দান করতে পারবে জানিয়েছেন পুলিশ হাসপাতালের বিশেষজ্ঞ টিম।
এর ফলে করোনায় গুরুতর অসুস্থদের সুস্থতাদানে সাহায্য করতে ওই ৫৯ পুলিশের সদস্যদের মধ্যে ৪০ জন ১৬ আগস্ট রবিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। বাঁকী ১৯ পুলিশ সদস্য পরদিন ঢাকায় যাবে বলে জেলা পুলিশের করোনা ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল জানিয়েছেন।
করোনায় আক্রান্ত অসহায় ব্যক্তিদের সুস্থতাদানে বগুড়া জেলা পুলিশের এমন মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জেলা পুলিশ লাইন্স থেকে ওইসব এন্ডিবডি(প্লাজমা)ধারী পুলিশদের ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাত্রার শুভক্ষণে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বগুড়া শজিমেক হাসপাতালের করোনা পরীক্ষার জন্য স্থাপিত আরটিপিসিআর ল্যাবে কর্মরত চিকিৎসক ডা. আমিরুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার জীবাণুর বিরুদ্ধে এক ধরনের রোগ প্রতিরোধক(এন্ডিবডি) তৈরী হয়। এন্টিবডি তৈরীতে কমপক্ষে ২৮দিন সময় লাগে। তবে কারো শরীরে এন্টিবডি তৈরী হলো কিনা তার জন্য এন্টিবডি ট্রাইটার পরীক্ষা করতে হয়। তাছাড়া একজনের করোনায় সুস্থ ব্যক্তির শরীরে ৪০০মি.লি প্লাজমা(এন্টিবডি)তৈরী হয় এবং তা দিয়ে ২জন করোনায় অসুস্থ ব্যক্তিদের সুস্থ করা সম্ভব।