নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় পাস না করেই ডিগ্রি লেখেন প্রতারক এক চিকিৎসক। তার নাম ডা. মামুন চৌধুরী রাজু। চেম্বার দিয়েছেন নরসিংদীর পলাশে তারা মিয়া মেমোরিয়াল হাসপাতালে। এভাবেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতারক চিকিৎসক। যাদের খোঁজ রাখেন না স্বয়ং কর্তৃপক্ষ। আর এদের হাতেই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে।
নিয়ম আছে এমডি কোর্স চলাকালীন কেউ চেম্বারে প্রাইভেট প্রাকটিস করতে পারে না। নিয়মনীতির তোয়াক্কা করেন না এই চিকিৎসক। আর বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
লোকজন সরল বিশ্বাসে এ ধরনের ডাক্তারের শরণাপন্ন হয়। ঝুঁকি থাকে ভুল চিকিৎসার। ডা. মামুন চৌধুরী রাজু এমডি কোর্স সম্পন্ন হয়নি। যেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচয় তিনি দিয়েছেন সেখানে যোগাযোগ করেন দ্যা নিউজের প্রতিবেদক। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বলেছেন তিনি এমডি কোর্স সম্পন্ন করেননি। সেই হিসেবে তার বিজনেস কার্ডে এমডি ডিগ্রি লেখা অনুচিত।
ডা. মামুন চৌধুরি রাজু সম্পর্কে খোজ নিয়ে জানা যায় তিনি আগামীতে এমডি পরীক্ষার ফাইনালে বসবেন। তার আগেই বিভিন্ন স্থানে তিনি এমডি সম্পন্নকারী একজন কিডনি রোগী বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।