14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পানি নিষ্কাশনের জন্য খাল খনন করার কারণে মামলার শিকার; মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধিঃ টানাবৃষ্টিতে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকার মানুষ খাল খনন করার কারণে প্রভাবশালীদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শত শত মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি উপজেলার খরিয়াটী এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তালা শালিকা কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক,খরিয়াটি ৩নং বিএনপির সাবেক সভাপতি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,দরগাহপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,জালাল জোয়াদ্দার,আব্দুর ছাত্তার গাজী,রবিউল ইসলাম,মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটী এলাকা প্লাবিত হয়েছে। তাদের বাড়িঘর ও ফসলের জমি পানিতে তলিয়ে যাচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলবদ্ধতা নিরসনের জন্য খাল খনন করা হলেও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য খাল খননে বাধা দিচ্ছেন এবং এতে করে এলাকার জলাবদ্ধতা সমস্যা আরও বাড়ছে। ফলে এলাকার প্রভাবশালী স্বৈরাচার আওয়ামী লীগের দোসর মামলা বাজ ও ভূমিদস্যু শেখ সোহরাফ হোসেন,শেখ মশিউর রহমান, রেজওয়ান মোড়ল ও কালাম গাজী খরিয়াটি এলাকার অর্ধশত মানুষের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করছেন। খাল খননকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার কারণে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। খাল খননের ফলে তাদের দুর্ভোগ কমবে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের কারণে তা সম্ভব হচ্ছে না।

বক্তারা আরো বলেন,অতি বিলম্বে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং কালকিতলা খাল পুন খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এই মামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ও ২ দিনের মধ্যে মামলা প্রত্যহার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা এবং দ্রুত পারি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

http://www.anandalokfoundation.com/