এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় মঙ্গলবার দিবাগত রাতে প্রবল বেগে বৈশাখী ঝড়ের সৃষ্টি হওয়ায় এ অঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিনভোর সেগুলো মেরামত ও পরিচর্যায় লিপ্ত থাকতে ক্ষতিগ্রস্থদের দেখা মেলে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে প্রবল বেগে দমকা ঝড়ো বাতাসের সৃষ্টি হয়। আনুমানিক ২০ মিনিটের দমকা হাওয়াতে এ এলাকার মানুষের ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে থানার কুমিরা গ্রামের মৃত আফাজ সরদারের পুত্র আমিনুর রহমানের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সোনালী মুরগীর চাষ করলেও শেষ মুহুর্তে দমকা হাওয়ায় ঘরটির টিন উড়ে যায়। সাথে সাথে ৪০/৫০ টি মুরগীর মৃত্যু হয়। বর্তমানে দিশেহারা হয়েছে বেকার আমিনুর রহমান। এদিকে সরুলিয়া, ইসলামকাটি, ধানদিয়ার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে কাচা, আধাপাকা ঘরবাড়ি, গাছ-গাছালি ভেঙ্গে চুরমান হয়ে গেছে।
রাঢ়ীপাড়া গ্রামের সুরত গাজী জানান, দমকা ঝড়ো বাতাসে নারকেল গাছটি হেলে একটি পাকা ঘরের উপর পড়ায় ঘুমন্ত অবস্থায় উপরওয়ালা এ যাত্রায় প্রাণে রক্ষা করেছে। সাথে সাথে অনেক পানচাষীর বরজ ভেঙ্গে মাটিতে শুয়ে গেছে। তবে শারিরিক প্রাণহানির মতো কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা প্রাপ্ত তথ্যে জানা যায়নি।