এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮ টার দিকে থানার মির্জাপুর বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী গ্রাম পুলিশ মোফাজ্জেল সরদার জানান, ঘটনার সময় একই গ্রামের জুম্মান গাজীর পুত্র হাফিজুর রহমান’র সঙ্গে কেসমত সরদারের পুত্র ইব্রাহিম সরদার (৩২) এর পাওনা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা চলতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পাশে থাকা গ্রাম পুলিশ উভয়ের বিরোধ ঠেকানো জন্য সেখানে গেলে ইব্রাহিম সরদার’র হাতে থাকা টর্চ লাইট দিয়ে গ্রাম পুলিশের মাথায় স্বজোরে আঘাত করলে মাথার বাম পাশে ফেটে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ বাদী হয়ে হামলাকারী ইব্রাহিম সরদার (৩২) ও তার পিতা কেসমত সরদার (৫৫) কে আসামী করে থানায় এজাহার দাখিল করেছেন।