এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের পাটকেলঘাটাস্থ কার্যালয়ে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি বিশ্বাস আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক।
ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরমান মোড়ল, যুগ্ন-সাধারণ সম্পদক শাহাদাত হোসেন, আব্দুল গফফার বিশ্বাস, সদস্য নুর মোহাম্মাদ, আবু বক্কার, রফিকুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ গত ২৫ আগষ্ট শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।