ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর মহড়া

admin
February 17, 2019 5:51 pm
Link Copied!

ভারতের রাজস্থানের পোখরানে বিমানবাহিনী এক বড় ধরনের মহড়া চালিয়েছে।

গতকাল শনিবার রাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে মহড়া চালানো হয় এবং মহড়ায় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে বিমানবাহিনী।

বিশ্লেষকরা মনে করছেন যে, উপর মহলের নির্দেশ পেলে বিমানবাহিনী যাতে তাদের শক্তি দেখাতে পারে তার জন্য তাদের এই মহড়া। ঐ মহড়ায় লেজার প্রযুক্তির সাহায্যে বোমা নিক্ষেপ ও রকেট লঞ্চারের ব্যবহার করা হয়। তাছাড়াও মিগ-২১,মিগ-২৭, মিগ-২৯, মিরাজ ২০০০সহ ১৪০টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার প্রদর্শন করা হয়।

বিমানবাহিনীর প্রধান বলেন, যুদ্ধ মহড়ায় নিজেদের ক্ষমতার প্রদার্শন করেছি যাতে শত্রুরা বুঝতে পারে আমাদেরও শক্তি আছে।

এই প্রথম অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, আকাশ (সারফেস টু এয়ার মিসাইল) সামরিক মহড়ায় অংশ নিয়েছে। জাগুয়ার, মিগ ২১ বাইসন, আইএল ৭৮, হারকিউলিস, এএন-৩২ বিমানও সামরিক মহড়ায় অংশ নেয়।

http://www.anandalokfoundation.com/