ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছা-কয়রাসহ দেশ জুড়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত।পৌষ মাসের প্রথম থেকে ঠাণ্ডার প্রকোপ বেড়েই চলেছে।শীতকালে সাধারণত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমে। তবে গত কয়েকদিন থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে খুলনার পাইকগাছাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেন ঘটছে এর উল্টো। বেলা যত বাড়ে শীতের তীব্রতা ততই বাড়ে। এতে করে দুর্বিষহ কষ্ট দেখা দিয়েছে ছিন্নমূল মানুষদের মধ্যে। ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনে তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে।
হঠাৎ করে কনকনে শীতে কাঁপছে খুলনার পাইকগাছা উপজেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।।প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষরা শীতে কাতর হয়ে পড়েছেন এখনই। শীতের সাথে বাড়ছে সর্দি কাশিসহ নানা ধরনের ঠান্ডা জনিত রোগ বালাই। শীতবস্ত্রের দোকানে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের ভিড়। কষ্টে দিন কাটাচ্ছে ছিন্নমুল মানুষ।
সিড়র-আইলা বিধ্বস্ত হাজার হাজার পরিবার প্রচন্ড শীতে অবর্ণনীয় কষ্টে রয়েছে। এসব এলাকার মানুষের মাঝে গরম কাপড় পৌছায়নি বললেই চলে। উপকূলীয় অঞ্চলে যাতায়াত ব্যবস্থা দুর্বল বলে এসব অঞ্চলের খবর রাখেনা অনেকেই। এবার শীতে অতিতের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ।
এদিকে প্রচন্ড শীতের কারনে শিশু এবং বয়স্কদের বিভিন্ন প্রকার অসুখ দেখা দিয়েছে। গৃহ পালিত পশুর দারুণ কষ্টের পাশা-পাশি খামারিরাও পড়েছেন চরম বিপাকে। সেই সাথে দুঃস্থ্য শীতার্ত মানুষের দূভোগ বাড়ছে চরম ভাবে। সরকারি ভাবে কিছু শীত বস্ত্র বিতরণ করা হলেও সেটা খুব সামান্য। ফলে বেসরকারী এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, এসব শীতার্ত মানুষ। শীত নিবারনের জন্য নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছে পুরাতন কাপড়ের দোকানে।
এদিকে গরম কাপড়ের দোকানগুলোতে এখন মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এই সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিক হারে গরম কাপড়ের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। ফলে দরিদ্র মানুষের পক্ষে শীতের কাপড় সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লেপ-তোশক বানানোরও হিড়িক পড়েছে।পাইকগাছা উপজেলার এক দিনমজুর জানান, সকালে তেমনটি শীত অনুভূত হয় না। বেলা যত বাড়ে হিমেল বাতাসে শীতের তীব্রতাও তত বাড়তে থাকে। ফলে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। উপার্জন না করতে পারলে স্ত্রী-সন্তান নিয়ে খাব কী?
উপজেলার এক বাজার ব্যবস্যায়ী জানান, শীতের কারণে দোকানের ক্রেতা কমে গেছে। এতে ব্যবস্যার ক্ষতি হচ্ছে।ছিন্নমূল অসহায় মানুষদের এমন তীব্র শীত মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। ব্যক্তি এবং কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে গরম কাপড় বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সমাজের হৃদয়বান ব্যক্তিরা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এমন প্রত্যাশা নিয়েই তাকিয়ে আছে অসহায় মানুষগুলো।