14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় শকুন সুরক্ষায় সচেতনতা দিবস পালিত

Rai Kishori
September 7, 2019 9:01 pm
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজার চত্তরে শকুন সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে এক সচেতনতা মূলক আলোচনা সভা সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক, নির্মল দেবনাথ। সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষক কালীদাশ সেন, আজিজুর রহমান, নারায়ন চন্দ্র ঘোষ, গোবিন্দ লাল রায়, বিল্লাল হোসেন, জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন একটি উপকারি পাখি। শকুন কমে যাওয়ায় দেশে অ্যানথ্রাক্স, জলাতাঙ্কসহ অন্যান্য সংক্রামন রোগব্যধি ছড়াচ্ছে। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য শকুন রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শকুন সুরক্ষার গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষরে কাছে ছড়িয়ে দিতে পারলে শকুন সুরক্ষার পদক্ষেপ সার্থক হবে।

http://www.anandalokfoundation.com/