পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় মহান বিজয়ের ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ নানা আয়োজনে পলিত হয়েছে। এ নিয়ে চিত্রাঙ্কন,নৃত্য, গান, কবিতার মধ্যে দিয়ে পালিত হয়।
রবিবার বিকালে পৌর সভার শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সংগঠন “পদক্ষেপের” আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ সভাপতি ও চিত্র শিল্পি নিহার ভদ্র। প্রভাষক আব্দুল ওহাব বাবলুর পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, এন ইসলাম সাগর, প্রদিপ মন্ডল, নজরুল ইসলাম মোল্যা।