পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে “বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। প্রভাষক ময়নুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, আশুতোষ কুমার মন্ডল, শিক্ষার্থী সুমাইয়া রহমান তিশা, অন্তরা মন্ডল, আশিকা সুলতানা নিশি ও সাব্বির হোসেন।