13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বঙ্গবন্ধু মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম

Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বঙ্গবন্ধু মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ও একমত পোষনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দাতা সদস্য মোঃআব্দুস সবুর গাজী,শিক্ষক প্রতিনিধি আনিচুর রহমান,লাকী এনাম,তানজিলা খাতুন, অবিভাবক সদস্য মোঃ মুজিবার রহমান মিস্ত্রী, মোঃকামরুজ্জামান ও মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হামিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী বলেন,গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্ধারিত সময়ে উপজেলার বঙ্গবন্ধু মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে উপস্থিত সদস্যদের কাছে নাম প্রস্তাব আহবান করা হলে উপস্থিত সদস্যদের মধ্যে দাতা সদস্য মোঃআব্দুস সবুর গাজী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম এর নাম প্রস্তাব করেন এবং অবিভাবক সদস্য মোঃ মুজিবার রহমান মিস্ত্রী ঐ প্রস্তাবে সমর্থন করেন।

এসময় উপস্থিত অন্যান্য সদস্যদের উক্ত প্রস্তাবে সর্বসম্মতি ও একমত পোষনের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম ​সভাপতি নির্বাচিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, মাদ্রাসার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করে যাবো। অবহেলিত মাদ্রাসাটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস ও দেন তিনি। উল্লেখ্য,গত ৯মার্চ উক্ত মাদ্রাসায় অবিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/