পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ার অপরাধে মেহেদী (২৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মেহেদী নাছিরপুর গ্রামের আবছার মল্লিকের ছেলে। একই এলাকার তালেব সরদারের ছেলে লিটন (২৬) এ ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কপিলমুনির নাছিরপুর লিটনদের বাড়ীর সামনে ডেকে নিয়ে দা দিয়ে মেহেদীকে কুপিয়ে জখম করে। মেরুদন্ডের উপর কোপ মেরে নাভী পর্যন্ত টেনে আনে।যাতে মেহেদীর নাড়িভুঁড়ি বের হয়ে হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কপিলমুনির আমেনা ক্লিনিক ও তালা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন দায়িত্বরত ডাক্তার। রিপোর্ট লেখা পর্যন্ত মেহেদীর অবস্থা খুব খারাপ বলে জানা গেছে। স্থানীয়রা জানায় লিটনের নিজস্ব একটা সন্ত্রাসী গ্রুপ রয়েছে।তার নাামে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি ও খোঁজ খবর নিয়েছি।থানায় এখনও কোন অভিযোগ বা মামলা হয়নি।হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।