পাইকগাছায় ১শ টাকার জন্য ছুরিকাঘাতে মন্টু (৪০) নামে এক চা বিক্রেতাকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে গড়ইখালী ইউপি কানাখালীতে এ ঘটনা ঘটেছে। আহত মন্টু উত্তর আমিরপুরের মজিদ সানার ছেলে। চিকিৎসাধীন আহত মন্টু জানান, বগুড়ার চক বাজারে আমার চায়ের দোকান রয়েছে।
সমিতির কিস্তির টাকার প্রয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কানাখালীর জাহাঙ্গীরের ছেলে সম্রাটের বাড়িতে যাই চা বিক্রির ১ শত পাওনা টাকার জন্য।
কিন্তু সম্রাট টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতন্ডার ঘটনারঘটে। মন্টু অভিযোগ করেন এক পর্যায়ে আমি মোটরসাইকেলে চলে আসার মুহুর্তেই সম্রাট পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে আহত করেন।
এ ঘটনার পর স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে থানা ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিনি