ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ছুরিকাঘাতে চা বিক্রেতা জখম

Link Copied!

পাইকগাছায় ১শ টাকার জন্য ছুরিকাঘাতে মন্টু (৪০) নামে এক চা বিক্রেতাকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে গড়ইখালী ইউপি কানাখালীতে এ ঘটনা ঘটেছে। আহত মন্টু উত্তর আমিরপুরের মজিদ সানার ছেলে। চিকিৎসাধীন আহত মন্টু জানান, বগুড়ার চক বাজারে আমার চায়ের দোকান রয়েছে।

সমিতির কিস্তির টাকার প্রয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কানাখালীর জাহাঙ্গীরের ছেলে সম্রাটের বাড়িতে যাই চা বিক্রির ১ শত পাওনা টাকার জন্য।

কিন্তু সম্রাট টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতন্ডার ঘটনারঘটে। মন্টু অভিযোগ করেন এক পর্যায়ে আমি মোটরসাইকেলে চলে আসার মুহুর্তেই সম্রাট পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে আহত করেন।

এ ঘটনার পর স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে থানা ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিনি

http://www.anandalokfoundation.com/