পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গ্রাম ডাক্তারদের দিন ব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার প্রশান্ত কুমার রায়, টিএলসিএ মানিক চন্দ্র পাল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, লুৎফুন্নাহার, ডাঃ নিরাপদ কবিরাজ, হাসান আলী, মনোরঞ্জন রায়, মেহেদী হাসান, সিরাজুল ইসলাম, সবুর ও পূর্ণ চন্দ্র মন্ডল।