ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ গ্রেফতার

Link Copied!

খুলনার পাইকগাছায় ইব্রাহীম( ৩২) হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ জোয়াদ্দার (৪২)কে ৬ মাস পর পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে উপজেলার বান্দিকাটি থেকে মোবাইল চুরি করার সময় পুলিশ এলাকাবাসির সহতায় তাকে আটক করে। সে উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেল।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সুকান্ত জানান গত ২০২১ সালের ৬ নভেম্বর সকালে উপজেলার সলুয়া গ্রামের আছাদুল মোড়ল তার জমির পাশের ডোবা থেকে ইব্রাহিম মোড়ল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে একটি লাশ ভাসতে দেখতে পায়। মৃত ইব্রাহীম তালা থানার বালিয়া গ্রামের কাছের উদ্দীন মোড়লের ছেল।

পুলিশ এ হত্যা মামলা ওবাইদুল্লা জোয়াদ্দারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ওবাইদুলা উপজেলার বান্দিকাটি গ্রামে রাত ১২ টার দিকে মোবাইল চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী তাকে ধাওয়া করে।

পরে পুলিশের সহতায় তাকে আটক করে। তার নামে পাইকগাছা, তালা, আশাশুনি, ড়ুমুরিয়া থানায় ৪ টি ডাকাতি,৩টি অস্ত্র , ১ টি হত্যাসহ ১৬ টি মামলা রয়েছে।

http://www.anandalokfoundation.com/