13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতী ও মানববন্ধন

Link Copied!

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা ১১ টার দিকে বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বরিশাল অঞ্চলের ব্যানারে নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বরিশালের পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতী, কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ করেন শিক্ষক নেতৃবৃন্দরা।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যারা ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহন করে আইনের আওতায় আনতে হবে।

সরকারি বরিশাল জিলা স্কুলের প্রধানশিক্ষক অনিতা রানী হালদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নাজমা খানম, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেনসহ অনান্য শিক্ষকরা।

http://www.anandalokfoundation.com/