ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহণ বিমান ভূপাতিত : রুশ বাহিনী

নিউজ ডেক্স
April 17, 2022 9:59 am
Link Copied!

পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহণ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী দাবী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ওডেসায় ইউক্রেনের একটি সামরিক পণ্য পরিবহনকারী বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিমাদেশ গুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করছিল।

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের অনেকগুলো বিমান ধ্বংস করে দিয়েছে। এদিকে এর আগে ইগোর কনাসেনকোভ শনিবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে রুশ বাহিনীর মারিউপোল দখল করার ঘোষণা দেন।

ইগোর বিবৃতিতে জানান, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এখানে এখনো ইউক্রেনের কিছু সেনা আছেন। তবে ইগোর দাবি করেছেন তারা তাদের অবরুদ্ধ করে ফেলেছেন।

তিনি ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জীবন বাঁচাতে হলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে।

http://www.anandalokfoundation.com/