আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্র পরিদর্শন করলেন দ্যা নিউজ এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী।
আজ ১৫ নভেম্বর সোমবার পরীক্ষার দ্বিতীয় দিনে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে পরিদর্শনকালে তারা দেখলেন মানবিক বিভাগে ৮টি স্কুলের ৩৭৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীর মধ্যে ৩৬৭জন পরীক্ষা দিয়েছে বাকি ১২ জন অনুপস্থিত ছিল।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আগৈলঝাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীলকান্ত হালদার।
কেন্দ্র সচিব বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ, রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন ঘটক, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল, বাটরা প্রেমচাঁদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শম্পা রানী ব্যানার্জী, ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাশাইল বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ঘটক উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আগৈলঝাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক দ্যা নিউজকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা চলছে। প্রথম দিনের পরীক্ষা ও আজকের পরীক্ষায় কেউ বহিস্কার হয়নি এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ১৪ নভেম্বর রবিবার থেকে ৮টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর এসএসসি পরীক্ষা অনুষ্টিত হয়। ১ম দিনে ৭১ জন ছাত্র-ছাত্রী পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহন করে।