ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আলোচিত স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও পরিছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত।
শনিবার ৩রা ডিসেম্বর-২০২২) ইং তারিখ বেলা ১১ টায় কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে আবেদন করে ১৪ জন যাচাই বাচাইতে থাকে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ৮ জন প্রার্থী এবং পরিছন্নতা কর্মী পদে ৩ জন ।
এর মধ্যে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ৩ জন ও পরিছন্নতাকর্মী পদে ৩জন প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় অংশ
গ্রহণ করে লিখিত, মৌখিক ও একাডেমিক বিষয়ে তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে রোমানা ইয়াসমিন অফিস সহকারী কাম
হিসাব সহকারী এবং শেখ ওমর ফারুক পরিছন্নতাকর্মী পদে নির্বাচিত হন। অফিস সহকারী কাম হিসাব সহকারী ও
পরিছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা পরিচালনা করেন ডি.জি’র প্রতিনিধি কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল হোসেন আকন , বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সামাদ মোল্যা, ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী ও ইউ.পি. সদস্য এবং প্যালেন চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান শেখ, অভিভাবক সদস্য আলী আজম মোল্যা প্রমুখ।