মোঃমাহফুজার রহমান ( মাহফুুজ), ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদকে সামনে রেখে গরীব,দুঃখী ৫১৬০ জন মানুষের মাঝে ১৫ কেজি করে মোট ৭৭.৪০০ মেট্রিকটন ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের গরীব -দুঃখী মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কালে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান(বাবু), ইউপি সদস্য মোঃ ছাইয়েদুল হক, ইউ পি সদস্য, বাবলা ব্যাপারী ভাঙ্গামোড় ইউপির কম্পিউটার অপারেটর শ্রীঃসুদাংসু চন্দ্র, সেক্রেটারি মোঃসাজেদুল ইসলাম দি নিউজের জেলা প্রতিনিধি জনাব রতি কান্ত রায় ও এস টিভি বাংলার উপজেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান (বাবু) জানান ঈদুল আযহাকে সামনে রেখে তার এলাকার গরীব,দুঃখী মানুষের পাশে থেকে নিজ হাতে চাল বিতরণ করতে পারায় নিজেরই ভাল লাগছে। কয়েক দিন আগের বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় মানুষের মাঝে ভি জি এফ এর আওতায় চাল বিতরণ একটা সময় উপযোগি পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্হিত সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানান এবং সুখে-দুখে ভাঙ্গামোড় ইউনিয়ন বাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।