বিশেষ প্রতিনিধিঃ অক্টোবরে নয়, পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনের কাজ নভেম্বরে শুরু হবে বলে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে ২৫ ভাগ সম্পূর্ণ হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে রবিবার পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত বিদেশী ও দেশী কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনা শেষে এই কথা বলেন তিনি। এদিনে বেলা ১টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুমন্ত্রী ও পদ্মা সেতুর ঊর্দ্ধতন কর্মকর্তারা নিরাপত্তাজনিত আলোচনা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক (পিএসএফ) কমন্ডার ৯৯, দেওয়ান আব্দুল কাদের প্রজেক্ট ম্যানেজার ও নিবার্হী প্রকৌশলী পদ্মা বহু মুখী সেতু, তোফাজ্জল হোসেন নিবার্হী প্রকৌশলী (পুর্নবাসন) পদ্মা বহু মুখী সেতু, মি. লিও প্রজেক্ট ব্যবস্থাপক প্রকৌশলী চায়না মেজর ব্রিজ, (সিকোরেটি চীফ) সিনোহাইড্রো, সহকারি পুলিশ সুপার মো. সামুজ্জামান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে প্রকল্প এলাকায় কর্মরত বিদেশীদের নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। নিরাপত্তা আগেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকায় থেমে থেমে বেশ কয়েক বার ভাঙা ও সেতু প্রকল্পের যন্ত্রপাতি নদী গর্ভে চলে যাওয়ায় অক্টোবরে নয়, পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনের কাজ নভেম্বরে শুরু হবে।