13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে ২৫তম স্প্যান বসিয়ে দৃশ্যমান হলো ৩৭৫০ মিটার

Brinda Chowdhury
February 21, 2020 8:01 pm
Link Copied!

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ শুক্রবার দুপুরে সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর খুঁটির ওপর ২৫তম স্প্যান বসানো হয়েছে। ৫-ই আইডি নম্বরের স্প্যানটি বসানোর পরে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ৫-ই স্প্যান স্থায়ীভাবে ২৯-৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে ২৫তম স্প্যান ২৯ ও ৩০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয় এবং বেলা ৩টায় পিয়ারের ওপর তা বসানো হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রকল্পের জাজিরা প্রান্তে ২৪তম স্প্যান বসানো হয়েছিল। ১১ দিনের ব্যবধানে আজ বসানো হলো ২৫তম স্প্যানটি।

প্রকল্প সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১, ২৬ ও ২৭ নম্বর পিলারের কাজ শেষ হবে।

http://www.anandalokfoundation.com/