13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘পদ্মাবতী’কে নিয়ে যা বললেন মিস ওয়ার্ল্ড মানসী

admin
November 29, 2017 12:54 pm
Link Copied!

পদ্মাবতী বিতর্ক থামার নাম নেই৷ তবে এবার ছবির টিমের সমর্থনে একের পর এক এগিযে আসছেন অনেকেই৷ বলিউড থেকে টলিউড, ছবির স্বাধীনতায় মুখ খুলেছেন অভিনেতা-প্রযোজক-পরিচালক থেকে শুরু করে আমজনতাও৷ আর এবার এই ছবি নিয়ে বক্তব্য রাখলেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার৷

দীপিকা সম্পর্কে মানুষী জানিয়েছেন, ভারতীয় মহিলারা সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং অন্যদের কাছে দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে৷ তাঁর মতে, সমাজব্যবস্থা মহিলাদের অনুকূলে না থাকলেও তারা সর্বদা অন্যের অনুপ্রেরণার কাজ করেছেন, অন্যান্য মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন৷ হরিয়ানার মানুষী চিল্লার সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই উপরোক্ত বক্তব্য রাখেন৷

এদিকে, ‘পদ্মাবতী’র পাশে দাঁড়াল টলিউড৷ বলিউডের ধাঁচে তারাও ব্ল্যাক আউটের সিদ্ধান্ত নিল৷ মঙ্গলবার ১৫ মিনিটের জন্য তারা ব্ল্যাক আউট করবে বলে জানানো হয়েছে৷

সোমবার ভারতে চলতে থাকা পদ্মাবতী বিতর্ক নিয়ে টলিউডের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে পদ্মাবতী নিয়ে যাঁরা আপত্তি তুলছেন, তাঁদের বিরুদ্ধে সরব হন পরিচালক গৌতম ঘোষ ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

গৌতম ঘোষ বলেন, ইতিহাস নিয়ে আলোচনা অবশ্যই হওয়া উচিত৷ ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি সিনেমা নিয়ে আলোচনা বা কারও আপত্তি থাকতেই পারে বলে তাঁর মত৷ কিন্তু সিনেমা রিলিজের আগে বা সিনেমাটা না দেখেই এ ধরনের আপত্তি তোলা উচিত নয় বলেই এদিন জানিয়েছেন গৌতম ঘোষ৷ তাঁর মতে, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার সকলেরই আছে।

http://www.anandalokfoundation.com/