ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গ্রিকে রাজকুমারের পদপ্রান্তে বসে শিক্ষাদান গুরুর, ভারতে গুরুর পদপ্রান্তে রাজকুমার

Rai Kishori
March 4, 2020 10:25 am
Link Copied!

দেবাশিষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ আর্য সভ্যতার জ্ঞানগত প্রকৃষ্ট নিদর্শন দুটি। একটি গ্রিক সভ্যতা অপরটি ভারতীয় সভ্যতা।
প্রাচীন এই চিত্রকর্মটি-তে দেখা যায়, মহামতি এরিস্টটলের শিষ্য  ক্ষুদ্র মেসিডোনিয়া রাজ‍্যের রাজকুমার আলেকজান্ডার এর পদপ্রান্তে বসে শিক্ষাদান করছেন।

গ্রীক সভ্যতায়, একজন গুরু-কে রাজপুত্রের পদপ্রান্তে বসে শিক্ষাদান করতে হয় । পক্ষান্তরে ভারতীয় সভ্যতায়, যত বড় রাজা-মহারাজা কিংবা সম্রাট-পুত্রই হোক না কেন, শিক্ষাজীবনে তাকে স্বতঃস্ফূর্ত ভাবে গুরুর পদসেবা করতে হয়। যে কারনে ভারতীয় সভ্যতা এখনো টিকে আছে।  গ্রিক সভ্যতা হাজার বছর আগেই পৃথিবী থেকে মুছে গেছে।

গুরু এরিস্টটল কর্তৃক জ্ঞানপ্রাপ্ত হয়ে আলেকজান্ডার বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন । সমসাময়িক মহামতি চাণক্য কর্তৃক জ্ঞানপ্রাপ্ত হয়ে চন্দ্রগুপ্ত অখণ্ড ভারত প্রতিষ্ঠা করেছিলেন।

http://www.anandalokfoundation.com/