মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দিবর ইউপির সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান শেখকে আহবায়ক করা হয়। নতুন এ কমিটিতে নজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, কৃঞ্চপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ও সাজেদুর রহমান দুলালকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজ উদ্দীন সাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সদ্য বিলুপ্ত কমিটির থানা সভাপতি মোকছেদুর রহমান শিরি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ:হামিদ, আকবরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আক্কাছ আলী, শিহাড়া ইউপির সাবেক নওশাদ আলী, নজিপুর সরকারি কলেজের সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, মাটিন্দর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নির্মইল ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, দিবর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান, রফিকুল ইসলাম, আব্দর রাজ্জাক তিতুমীর, মোজাম্মেল হক চৌধুরী, প্রভাষক মিজানুর রহমান, আব্দস সবুর খান, আব্দুর রহিম ও মতিউর রহমান মন্টু।