13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় গুরুত্বপুর্ণ স্থানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

Rai Kishori
March 26, 2020 9:55 pm
Link Copied!

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা সদর নজিপুরকে করোনা ভাইরাসমুক্ত রাখতে রাস্তাঘাট, যানবাহনসহ জনসমাগম এলাকাগুলোতে স্প্রে মেশিনের সাহায্যে জীবাণুনাশক ছিটানো শুরু করেছে অদম্য নজিপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে জিরো পয়েন্ট, কাঁচাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য নজিপুরের সদস্য আব্দুল আওয়াল, ইমরান খান, রবিউল ইসলাম, সৈকত হাসান, জোবায়ের হাসান, রাকিব হাসান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাস্তাঘাট, মার্কেট প্লেস, যানবাহন, জনসমাগম এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

করোনা ভাইরাসমুক্ত রাখতে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে স্যাভলনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে তৈরি করা জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/