মো.আবু সাইদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ঘাসফুল আঞ্চলিক স্টাফদের নিয়ে ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঘাসফুল পত্নীতলা এরিয়া অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঘাসফুল পত্নীতলা এরিয়া অফিসের সহাকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন ঘাসফুলের সহকারী পরিচালক মো.সামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপাহার শাখা অফিসের ম্যানেজার হাফিজুল ইসলাম, পত্নীতলা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার রুহুল আমিন,মহাদেবপুর শাখার ম্যানেজার আব্দুর রউফ, মেডিকেল টেকনোলজিষ্ট মো.শাহ আলম প্রমূখ।