অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ অক্ষত অবস্থাতেই কমান্ডো বাহিনীর বিশেষ অভিযানে উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি ২০ শিশু-সহ মহিলাদের মুক্ত করল প্রশাসন।
উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি ২০ শিশু-সহ মহিলাদের আজ রাতেই মুক্ত করল প্রশাসন। অভিযান চলাকালীন সংঘর্ষের জেরে খতম অপহরণকারী, এমনই জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি (কানপুর) মোহিত আগরওয়াল। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্বেগের অবসান। মধ্যরাতে উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি শিশুদের উদ্ধারে যায় পুলিশ, কমান্ডো বাহিনী। অভিযান চালিয়ে খতম করা হয় অপহরণকারী সুভাষ বথামকে। গুলিতে নিহত হয় অপহরণকারী যুবক সুভাষ।
মেয়ের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে ২০ শিশু এবং কয়েকজন মহিলাকে পণবন্দি করেছিল সুভাষ বথাম। তার বিরুদ্ধে আগেই খুনের অভিযোগ ছিল। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিল সুভাষ। এদিকে, নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পরে কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও শিশু ও মহিলারা বাড়ি না ফেরায় এলাকাবাসী সুভাষের বাড়িতে গিয়েছিলেন। এলাকাবাসীদের দেখে বাড়ির জানালা থেকে বোমা ছুঁড়তে শুরু করে অভিযুক্ত। ভয়ে লোকজন সেখান থেকে পালিয়ে যান। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
পরিস্থিতি নিয়ে রাতেই বাসভবনে জরুরি বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির হন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই বিশেষ কমান্ডো বাহিনীর একটি দলকে ফারুখাবাদে যায়। কমান্ডো বাহিনী অপারেশনে নামার কিছুক্ষণের মধ্যেই গুলি করে খতম করা করে অপহরণকারী যুবককে। একে একে উদ্ধার করা হয় পণবন্দি শিশু ও মহিলাদের।