গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কোচিং পরিচালক ও সহকারী শিক্ষক বেলজিয়াম মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জের তরফকামাল গ্রামের স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।
আটক বেলজিয়াম মিয়া স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক। তিনি সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বেলজিয়াম মিয়া সাপমারা ইউনিয়নের তরফমনু গ্রামের বাকি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক বেলজিয়াম মিয়া। শুক্রবার দুপুরে কোচিংয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ছিল। পরীক্ষার পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেয় বেলজিয়াম। এসময় বেলজিয়াম তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুর চিৎকারে শিক্ষার্থীসহ আশপাশের লোকজন এসে বেলজিয়ামকে আটক করে পুলিশে সোর্পদ করে।