14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চম দিনের শুরুতেই সাকিব আউট

admin
February 13, 2017 11:11 am
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ সাকিব-মাহমুদউল্লাহর কাছে অবিশ্বাস্য কিছু আশা করছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে ক্রিকেটে রোজ রোজ মিরাক্কেল ঘটে না কথাটাকে প্রমাণ করতেই কিনা দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন সাকিব আল হাসান।

রবীন্দ্র জাদেজার বলে পূজারার তালুবন্দি হন সাকিব। উইকেট পাওয়ার ক্ষেত্রে অবশ্য উইকেটকে ধন্যবাদ দিতেই পারেন জাদেজা। পঞ্চম দিনের দুর্বল উইকেটের ভাঙা অংশে বল লেগে বিশাল টার্ন পেয়েছিলেন জাদেজা। বলটাকে খেলতে গিয়ে মাটিতে পড়তে পারেননি সাকিব। বাংলাদেশের রান তখন ১০৬।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১০৮ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১১ ও মুশফিক এখনো রানের খাতা খোলেননি।

গতকাল ম্যাচের চতুর্থ দিন ৪৫৯ রানের জবাবে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার দলের অন্যতম সেরা ব্যাটসম্যানটি। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি, কোহলি রিভিউ চাইলে আর রক্ষা পাননি তামিম।

দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও মমিনুল হক ৬০ রানের জুটি বেঁধে পরিস্থিতি ভালোভাবেই সামলেছিলেন। তবে অশ্বিনকে ঠেকাতে পারেননি সৌম্য। স্লিপে অজিঙ্কা রাহানের দারুণ ক্যাচে আউট হওয়ার আগে ৪২ রান করেন সৌম্য।

অশ্বিনের আরেকটি ঘূর্ণিতে ফিরে যান মমিনুল হক। আস্থার সঙ্গে খেলতে থাকা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২৭ রান করেন।

জয়ের জন্য এখনো ৩৫১ রান করতে হবে বাংলাদেশ। বাকি সাত উইকেট হাতে নিয়ে এই ম্যাচ জেতার চিন্তা করাটা বোধ হয় একটু বাড়াবাড়িই হবে।

এর আগে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। সেখানে ইনিংসটা খুব বেশি দীর্ঘও করেনি স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ ওভার ব্যাটিং করেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৪৫৯ রানের দুরূহ লক্ষ্য।

http://www.anandalokfoundation.com/