তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯” এ যোগদানের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। উক্ত সম্মেলন আগামী ২১-২২ মে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিত হবে।
সফরকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি Kersti Kaljulaid এর সাথে বৈঠক করবেন। জনাব পলক উক্ত ইভেন্টের মিনিস্ট্রিয়াল প্যানেল আলোচনায় বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বাস্তবায়িত ও গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরবেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন।
এছাড়াও জনাব জুনাইদ আহমেদ পলক ২৩-২৭ মে, গ্রিনল্যান্ডের Ilulissat শহরে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে ভবিষ্যৎ করণীয় বিষয়ে “YGL Impact Expedition Greenland” কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি “YGL” কর্তৃক নির্বাচিত বিশ্বের ২০ জন তরুণ নেতাকে নিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচিত ২০ তরুণ নেতাদের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নাম অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়াও তিনি ক্লাইমেট আপডেট, প্রফেশনাল এন্ড কালেকটিভ একশন্স, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ পলিসিসহ বিভিন্ন অধিবেশনে/প্যানেলে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। তিনি ২৯ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।