ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগীর মৃত্যু অভিযোগের তির চিকিৎসকের দিকে

admin
January 3, 2017 5:08 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্রকরে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে।

রোগীর স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসপাতাল সংলগ্ন ইসলামবাগ এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৫৮) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে ওই হাসপাতালের একমাত্র হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোশারফ হোসেনকে ফোন করা হয়। এ সময় তিনিচ নর্দান ডায়াগনস্টিক সেন্টারে ছিলেন। ফোন পেয়ে তিনি নিজে হাসপাতালে না এসে রোগীকে ওই সেন্টারে নিয়ে আসার পরামর্শ দেন। প্রায় আধা ঘণ্টা পরে জাহাঙ্গীর আলম ঝুনু নামে স্থানীয় এক জনপ্রতিনিধির বিশেষ অনুরোধে তিনি হাসপাতালে আসেন। ততক্ষণে রোগীর মৃত্যু হয়। এ সময় রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করেন।

মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন রিপন জানান, বাবাকে দেখার জন্য ডাক্তারকে বার বার অনুরোধ করা পরেও তিনি সময়মত
হাসপাতালে আসেননি। ফলে বাবা মারা যান। তিনি সময়মতো আসলে হয়ত বাবাকে বেঁচানো যেতোশ।

অভিযুক্ত চিকিৎসক মোশাররফ হোসেন ওই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে নিয়ে আসার পরামর্শ দেওয়ার কথা স্বীকার করে জানান, আমি গিয়ে দেখি রোগী মারা গেছেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.পীতাম্বর রায় জানান, নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসককে জরুরি ফোন করা হলে হাসপাতালে চলে আসে।

http://www.anandalokfoundation.com/