এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কে শ্লীলতাহানির দায়ে মোঃ রহিদুল ইসলাম (২৫) নামের এক বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস দন্ডবিধি ১৮৬০ আইনের ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে মোঃ রহিদুল ইসলামকে এ দন্ডাদেশ প্রদান করে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।মোঃ রহিদুল ইসলাম দেবনগর ইউনিয়নের জয়গুনজোত গ্রামের ঝড়ু মোহাম্মদের ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালিয়ামনি নামক স্থানে মোঃ রহিদুল ইসলাম একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এ সময় উক্ত ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে শুনানী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে মোঃ রহিদুল ইসলামকে শ্লীলতাহানির দায়ে এ দন্ডাদেশ দেয়।