এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রসশাসন ও অন্যান্য শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে একটি র্যালী ও শোভাযাত্রা বের করে।
র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের শেরে বাংলা পার্ক ঘুরে জেলা সরকারি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালী শেষে অডিটরিয়াম হলরুমে মে দিবসের গুরুত্ব, মে দিবস কেন পালিত হয়
এসব ব্যাপারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল ও পৌর সভার মেয়র তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অলোচনা শেষে সাজ সজ্জিত ও শৃঙ্খলা ভাবে র্যালীতে অংশগ্রহণ করায় হোটেল শ্রমিকদের সংগঠনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুরস্কৃতি করা হয়।